আবর্তনের আরেকটি বিশেষ প্রক্রিয়া হল সরল আবর্তন (Simple Conversion)। A বচনের ক্ষেত্রে সরল আবর্তন সম্ভব নয় কারণ সে ক্ষেত্রে আবর্তনের নিয়ম লঙ্ঘিত হয়।
সরল আবর্তন কাকে বলে | What is Simple Conversion
সরল আবর্তনের ক্ষেত্রে আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত তাদের পরিমাণ একই থাকে অর্থাৎ পরিমাণ থাকে অভিন্ন। এক্ষেত্রে আশ্রয়বাক্য যদি সামান্য বচন হয় তাহলে তার সিদ্ধান্ত ও সামান্য বচন হবে এবং আশ্রয় বাক্য যদি বিশেষ বচন হয় তাহলে সিদ্ধান্ত অবশ্য বিশেষ বচনই হবে। E এবং I বচনের আবর্তন কে বলে সরল আবর্তন (Simple Conversion)। কেননা E বচনের আবর্তন করলে আমরা E বচনই পাই এবং I বচনকে আবর্তন করলে I বচন পাই। সরল আবর্তনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এখানে আবর্তিত বচনটিকে পুনরায় আবর্তন করলে মূল বচন পাওয়া যায়।
অর্থাৎ যে আবর্তনে আবর্তনীয় ও আবর্তিত এই দুটি বচণের পরিমাণের কোন পার্থক্য থাকে না তাকে সম আবর্তন বা সরল আবর্তন (Simple Conversion) বলা হয়। এর ক্ষেত্রে আবর্তনীয় ও আবর্তিত দুটি বচনই হয় সার্বিক, না হয় বিশেষ বচন হয়।
উদাহরণ:
আশ্রয়বাক্য: কোন মানুষ নয় উদ্ভিদ । (E)
সিদ্ধান্ত: কোন উদ্ভিদ নয় মানুষ। (E)
আবার, আশ্রয়বাক্য: কোন কোন লেখক হয় দার্শনিক। (I)
সিদ্ধান্ত: কোন কোন দার্শনিক হয় লেখক। (I)
সরল আবর্তন (Simple Conversion) হল একটি সম্বন্ধ যা দুটি বচনের মধ্যে সম্পর্ক স্থাপন করে।
প্রথম বচন কে আশ্রয়বাক্য বলা হয় এবং দ্বিতীয় বচন কে সিদ্ধান্ত বলা হয়।
সরল আবর্তন তখনই সম্ভব যখন আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত এর মধ্যে নিম্নলিখিত চারটি শর্ত পূরণ হয়:
১. গুণের অভিন্নতা: আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের বিষয় এবং বিধেয় একই হতে হবে।
২. পরিমাণের অভিন্নতা: আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ একই হতে হবে।
৩. সম্পর্কের অভিন্নতা: আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের সম্পর্ক একই হতে হবে।
৪. নিশ্চয়তার অভিন্নতা: আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের নিশ্চয়তা একই হতে হবে।
A বচনের সরল আবর্তন কি সম্ভব
A বচনের সরল আবর্তন (Simple Conversion) সাধারণত সম্ভব নয়। এক্ষেত্রে আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি লঙিঘত হয়। একটি দৃষ্টান্ত দিয়ে আমরা বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করব-
সকল কবি হয় মানুষ (আবর্তনীয়)
সকল মানুষ হয় কবি (আবর্তিত)
আবর্তনের নিয়ম হল আবর্তনীয় বচনে যে পদ ব্যাপ্য নয় আবর্তিত বচনে সেই পদ কখনোই ব্যাপ্য হতে পারবে না। কিন্তু A বচনের সরল আবর্তনের ক্ষেত্রে এই নিয়মটি লঙ্ঘিত হয়। উদাহরণস্বরূপ বলা যায় –
A – সকল মানুষ হয় সৎ (আবর্তনীয়)
A – সকল সৎ হয় মানুষ (আবর্তিত)
উক্ত আবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ ‘মানুষ’ ব্যাপ্য হয়েছে, বিধেয় পদ ‘সৎ’ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি কিন্তু আবর্তিত A বচনের উদ্দেশ্য পদ ‘সৎ’ এখানে ব্যাপ্য হয়েছে। এটি আবর্তনের একটি নিয়মবিরুদ্ধ হয়েছে। আবর্তনের নিয়ম অনুযায়ী যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় তা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারেনা কিন্তু এখানে তা হওয়ায় আবর্তনের নিয়ম লঙ্ঘন হয়েছে। কাজেই A বচনের সরল আবর্তন (Simple Conversion) অবৈধ হয়েছে। তাই A বচনকে I বচনে আবর্তিত করা হয়। যদিও এমনটা অসম বা অসরল আবর্তন হয়ে যায়।
তবে কতগুলি বিশেষ ক্ষেত্রে A বচনের সরল আবর্তন সম্ভব হয়। সেগুলি নিম্নরূপ –
১) যদি A বচনের উদ্দেশ্য পদ ও বিধেয় পদ উভয়ের জাতিগত অর্থ সমান হয়। সেক্ষেত্রে A বচনের সরল আবর্তন সম্ভব হয়। অর্থাৎ উদ্দেশ্য ও বিধেয় পরস্পর সমার্থক হলে তখন A বচনের সরল আবর্তন করা যায়।
যেমন – A সকল মানুষ হয় বুদ্ধিমান (আবর্তনীয়)
.’. A সকল বুদ্ধিমান হয় মানুষ (আবর্তিত)
২) যখন A বচনের উদ্দেশ্য পদ ও বিধেয় পদ একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তখন সেই A বচনের সরল আবর্তন করা যায়। অর্থাৎ যখন A বচনের উদ্দেশ্য ও বিধেয় পদ নির্দিষ্ট পদ বিশিষ্ট হয় তখন তার সরল আবর্তন সম্ভব হয়।
যেমন – A সুভাষচন্দ্র বসু হন নেতাজি (আবর্তনীয়)
.’. A নেতাজি হন সুভাষচন্দ্র বসু (আবর্তিত)
৩) A বচনের সরল আবর্তন তখনই সম্ভব হয় যদি বচনের বিধেয়টি উদ্দেশ্য বা উদ্দেশ্য পদের সংজ্ঞা বা বর্ণনা নির্দেশ করে।
যেমন – A বিদ্যালয় হয় পঠন-পাঠনের স্থান (আবর্তনীয়)
.’. A পঠন-পাঠনের স্থান হয় বিদ্যালয় (আবর্তিত)
উপসংহার
সরল আবর্তন (Simple Conversion) হল একটি যুক্তির ধরণ যেখানে আশ্রয়বাক্যের পদগুলির অবস্থান পরিবর্তন করে নতুন একটি বাক্য তৈরি করা হয়। সর্বোপরি এটা বলা যায় যে A বচনের সরল আবর্তন সম্ভব নয়। যদিও বা কিছু ক্ষেত্রে এর সম্ভাব্যতা রয়েছে।
তথ্যসূত্র (References)
- A History of Philosophy: F. Coppleston, vols. I, II, IV, V, VI
- A Critical History of Western Philosophy: D.J. O’Connor
- A History of Philosophy from Descartes to Wittgenstein: R. Scruton
- The Fundamental Questions of Philosophy: A.C. Ewing
- A Brief History of Western Philosophy: A. Kenny
- Internet Sources
প্রশ্ন – A বচনের সরল আবর্তনের একটি দৃষ্টান্ত দাও।
উত্তর – A বচনের সরল আবর্তনের একটি দৃষ্টান্ত হল –
A বিদ্রোহী কবি হন কাজী নজরুল ইসলাম (আবর্তনীয়)
.’. A কাজী নজরুল ইসলাম হন বিদ্রোহী কবি (আবর্তিত)
- রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে মানবতাবাদ | Discuss the Tagore Humanism
- মহাত্মা গান্ধীর অহিংস নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো | Features of Mahatma Gandhi’s Non-Violence Policy
- কান্টের নৈতিকতা ও শান্তির মধ্যে সম্পর্ক | Kant’s Relationship Between Morality and Peace
- ব্যাপ্তি কাকে বলে | ব্যাপ্তি কীভাবে প্রতিষ্ঠিত হয় | What is Vyapti
- দর্শনের স্বরূপ আলোচনা করো | The Nature of Philosophy