নিষেধ মূলক আবর্তন কাকে বলে | What is Conversion by Negetion

নিষেধমূলক আবর্তন (Conversion by Negetion) হল একধরণের অবরোহমূলক অনুমান। যেখানে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত বাক্যের গুণ অপরিবর্তিত রেখে, আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদকে ন্যায়সঙ্গতভাবে সিদ্ধান্ত বাক্যের বিধেয় পদে পরিণত করা হয়।

নিষেধ মূলক আবর্তন কাকে বলে | Conversion by Negetion

যে আবর্তনে O বচনের নিষেধমূলক চিহ্নটি অর্থাৎ নঞর্থক চিহ্নটিকে বিধেয়র সাথে যুক্ত করে বচনটিকে সদর্থক বা I বচনে পরিণত করা হয় এবং সেই I বচনের আবর্তন করা হয় তাকে নিষেধ মূলক আবর্তন বলা হয়।

যেমন –

কোন কোন মানুষ নয় সৎ (O)

কোন কোন মানুষ হয় অ-সৎ (I)

.’. কোন কোন অ-সৎ ব্যক্তি হয় মানুষ (I)

নিষেধ মূলক আবর্তন (Conversion by Negetion) হল অবরোহমূলক অমাধ্যম অনুমান এর একটি বিশেষ রূপ।

নিষেধমূলক আবর্তনের নিয়ম:

নিষেধমূলক আবর্তনের ক্ষেত্রেও আবর্তনের সাধারণ নিয়মগুলি প্রযোজ্য।

  • উদ্দেশ্য-বিধেয়ের স্থান পরিবর্তন: আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয়পদ হবে এবং আশ্রয় বাক্যের বিধেয়পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হবে।
  • গুণের অভিন্নতা: আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ অভিন্ন হতে হবে। অর্থাৎ, আশ্রয় বাক্য যদি নঞর্থক হয় তবে সিদ্ধান্তও নঞর্থক হবে।
  • ব্যাপ্যতার নিয়ম: যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না।

নিষেধমূলক আবর্তনের ব্যবহার:

নিষেধমূলক আবর্তন বস্তুত বিভিন্ন রকম ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে।

যেমন –

  • জ্ঞান অর্জন: নতুন জ্ঞান অর্জনের জন্য নিষেধমূলক আবর্তন ব্যবহার করা যেতে পারে।
  • সমালোচনা: কোন বক্তব্য বা যুক্তির সমালোচনা করার জন্য নিষেধমূলক আবর্তন ব্যবহার করা যেতে পারে।
  • সিদ্ধান্ত গ্রহণ: সিদ্ধান্ত গ্রহণের জন্য নিষেধমূলক আবর্তন ব্যবহার করা যেতে পারে।

নিষেধ মূলক আবর্তনের গুরুত্ব:

নিষেধ মূলক আবর্তন আমাদের জ্ঞানকে প্রসারিত করতে সাহায্য করে। এটি আমাদের নতুন তথ্য দিতে সহায়তা কড়ে।

নিষেধ মূলক আবর্তনের সীমাবদ্ধতা:

নিষেধ মূলক আবর্তনের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। নঞর্থক বচন ব্যবহারের কারণে এই অনুমানের সঠিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

নিষেধ মূলক আবর্তন বৈধ নয় কেন | Why Conversion by Negetion is Invalid

O বচনের আবর্তন সাধারণত সম্ভব নয়। কেননা সেখানে আবর্তনের চতুর্থ নিয়মটি অর্থাৎ ব্যাপ্যতার যে নিয়মটি তা লঙ্ঘিত হয়। তবে কোন কোন তর্ক বিজ্ঞানী একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে এই O বচনকে আবর্তন করার কথা বলেন। এই পদ্ধতির নাম হলো নিষেধ মূলক আবর্তন (Conversion by Negetion)। এই রূপ পদ্ধতিতে O বচনের বিধেয় পদটির আগে একটি নিষেধ মূলক চিহ্ন ব্যবহার করে বচনটিকে আই বচনে পরিণত করা হয়. এরপর আবর্তনের নিয়ম মেনে বচনটিকে আবর্তনও করা হয়। যেমন –

কোন কোন ঘটনা নয় লৌকিক (O)

কোন কোন ঘটনা হয় অ-লৌকিক (I)

.’. কোন কোন অ-লৌকিক বিষয় হয় ঘটনা (I)

উপরের এই নিষেধ মূলক আবর্তনটি বৈধ নয়। কারণ এরূপ আবর্তনের বৈধতার ক্ষেত্রে আবর্তনের দুটি লঙ্ঘিত হচ্ছে। প্রথমত, আবর্তনে যুক্তিবাক্যের বিধেও সিদ্ধান্তের উদ্দেশ্য হওয়ার কথা কিন্তু এক্ষেত্রে বিধেয় ‘লৌকিক’ যার বিরুদ্ধে পদ ‘অ-লৌকিক’ সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে। দ্বিতীয়ত, নিয়ম অনুসারে গুণের কোনো পরিবর্তন হতে পারবে না। কিন্তু এখানে আশ্রয় বাক্যটি বিশেষ নঞর্থক হয়েছে এবং সিদ্ধান্ত বিশেষ সদর্থক হয়েছে। অর্থাৎ আবর্তনের বৈধতার নিয়মগুলি পালিত হয় না। তাছাড়া আমরা জানি O বচনের আবর্তন সম্ভব নয় তাই এই নিয়মটি কে বৈধ বলা যাবে না

অতএব O বচনের নিষেধ মূলক আবর্তনের এই প্রক্রিয়াটি যথাযথ আবর্তনের প্রক্রিয়া তা বলা সম্ভব নয়।

উপসংহার

নিষেধ মূলক আবর্তন হল যুক্তিবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধারণা। এটি আমাদের জ্ঞানকে প্রসারিত করতে এবং নতুন তথ্য প্রদান করতে সাহায্য করে।তবে নিষেধমূলক আবর্তনের পরিবর্তে, সঠিক তথ্য এবং যুক্তিসঙ্গত প্রমাণ ব্যবহার করে একটি বিষয়ের সত্যতা প্রমাণ করা উচিত।নিষেধমূলক আবর্তন বৈধ নয় কারণ এটি একটি অযৌক্তিক এবং অসম্পূর্ণ যুক্তি। এটি একটি নির্দিষ্ট বিষয়ের সত্যতা প্রমাণ করার জন্য নেতিবাচক দিক ব্যবহার করে, যা ভুল ধারণা তৈরি করতে পারে।

আরোও পড়ুন – Click here

তথ্যসূত্র (References)

  • History of Western Philosophy: B. Russell
  •  History of Modern Philosophy: R. Falckenberg
  •  A Critical History of Modern Philosophy: Y.H. Masih
  •  A History of Philosophy: F. Thilly
  •  A History of Modern Philosophy: W.K. Wright
  •  A Critical History of Western Philosophy: D.J. O’Connor
  • Internet Sources

প্রশ্ন – A বচনের সরল আবর্তনে কোন বচন পাওয়া যায় ?

উত্তর – A বচনের সরল আবর্তনে I বচন পাওয়া যায়

প্রশ্ন – কোন বচনের আবর্তন আদৌ সম্ভব নয় ?

উত্তর – O বচনের আবর্তন আদৌ সম্ভব নয়।

প্রশ্ন – আবর্তন কোন প্রকার অনুমানের আকার রূপে গণ্য ?

উত্তর – আবর্তন অমাধ্যম অনুমানের আকার রূপে গণ্য।

1 thought on “নিষেধ মূলক আবর্তন কাকে বলে | What is Conversion by Negetion”

  1. I am sure this piece of writing has touched all the internet users, its really really fastidious article
    on building up new weblog.

    Reply

Leave a Comment