বিভিন্ন দার্শনিক তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে ভিন্ন ভিন্ন অর্থে দর্শনের সংজ্ঞা ব্যক্ত করেছেন। আমরা ১১ টি প্রখ্যাত দার্শনিকদের দর্শন সংজ্ঞা (Philosophy definitions of 11 famous philosophers) থেকে দর্শনের মূল বিষয়বস্তু অনুধাবন করার চেষ্টা করব।
দর্শনের কোন সুনির্দিষ্ট সংজ্ঞা বা সর্বজনীনগ্রাহ্য সংজ্ঞা নেই কারণ এটি একটি সর্বব্যাপী শাস্ত্র। মানুষের অভিজ্ঞতার তাৎপর্যপূর্ণ সব দিকই দর্শনের আলোচনার বিষয়।
১১ টি প্রখ্যাত দার্শনিকদের দর্শন সংজ্ঞা | Philosophy Definitions of 11 Famous Philosophers
দর্শন বিষয়টি এমন যার কোন সর্বজন স্বীকৃত একটি মাত্র সংজ্ঞা নির্ধারণ করা সম্ভব হয়নি। দর্শনের কোনো নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া অত্যন্ত কঠিন ব্যাপার কারণ মানুষের চিন্তা বা জ্ঞানের জগত কোন একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নয় গতিশীল পৃথিবীতে মানুষের চিন্তা ভাবনা ও জ্ঞানের ক্ষেত্র ক্রমশ ব্যাপক থেকে ব্যাপক তর হয়ে চলেছে। তাই দর্শনের ধারণা ও বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে প্রতিফলিত হয়েছে। একের পর এক দার্শনিকরা তাদের নিজের নিজের দৃষ্টিভঙ্গি থেকে ভিন্ন ভিন্ন ভাবে দর্শনকে ব্যাখ্যা করেছেন ও ভিন্ন ভিন্ন রূপে দর্শনকে সংজ্ঞায়িত করেছেন।
দর্শন সংজ্ঞা
দর্শনের কোন সুনির্দিষ্ট সংজ্ঞা (Definitions of Philosophy) নেই। দর্শন কি? এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া যায় না। এইজন্য দর্শনের স্বরূপ আমাদের কাছে কিছুটা অস্পষ্ট। কোন কোন দার্শনিক দর্শনকে অধিবিদ্যা বলেছেন। আবার কেউ দর্শনকে জ্ঞানবিদ্যা বলেছেন। আবার কেউ দর্শনকে ভাষার বিচার বিশ্লেষণ বলেছেন। তবে দর্শনের বিষয়বস্তু আলোচনা, সমস্যা সমাধান পদ্ধতি বা দৃষ্টিভঙ্গি প্রভৃতি বিষয়গুলি আলোচনা করে দর্শনের প্রাথমিক ধারণা করা গঠন করা যায়।
জগৎ ও জীবন সম্পর্কে সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে যে শাস্ত্র জ্ঞান দিতে চায় তাকে বলে দর্শন। দর্শন জগৎ ও জীবনের স্বরূপ নির্ণয় করে মূল্য নির্ধারণ করে।
দর্শন সম্পর্কে বিভিন্ন দার্শনিকদের সংজ্ঞা
আমরা একেবারে প্রাচীন গ্রিক দর্শন থেকে শুরু করে আধুনিক কালের বিভিন্ন দার্শনিকদের দেওয়া বিভিন্ন সংজ্ঞা থেকে দর্শনের একটি মোটামুটি সন্তোষজনক সংজ্ঞা (Definitions of Philosophy) দেওয়ার চেষ্টা করব –
দর্শন শব্দের ইংরেজি প্রতিশব্দ হল Philosophy। এই Philosophy শব্দটি দুটি গ্রিক শব্দ ‘Philos’ এবং ‘Sophia’ থেকে উদ্ভুত।‘Philos’ শব্দের অর্থ হল অনুরাগ এবং ‘Sophia’ শব্দটির অর্থ জ্ঞান (Knowledge)।তাই দর্শন (Philosophy) শব্দের অর্থ হল জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালোবাসা।
তবে দর্শন কাকে বলে, তার একটি যথাযথ সংজ্ঞা দেওয়া সম্ভব না হলেও বিভিন্ন দার্শনিকের দেওয়া বিভিন্ন সংজ্ঞা গুলিকে উপস্থাপিত করা হল –
দার্শনিক প্লেটোর মতে – বস্তুর মূলস্বরূপ এর বিশুদ্ধ সত্তার, যা অস্তিত্বশীল তার জ্ঞান হল দর্শন। অর্থাৎ দর্শন হল অপরিবর্তনীয় ও শাশ্বত সত্তার জ্ঞান।
অ্যারিস্টটলের মতে – দর্শন হলো বস্তুর স্বরূপ এবং স্বরূপগত গুণের বিশ্লেষণকারী বিজ্ঞান।তিনি দর্শনকে বিশুদ্ধ সত্তার মূল স্বরূপের জ্ঞান বলে চিহ্নিত করেছেন।
হারবার্ট স্পেনসারের মতে – বিজ্ঞান হল আবশ্যিকভাবে ঐক্যবদ্ধ জ্ঞান। দর্শনের সামান্যীকরণ গুলি বিজ্ঞানের ব্যাপকতম সামান্যীকরণ উপলব্ধি করে এবং তাদের ঐক্যবদ্ধ করে।
কান্টের মতে – দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান এবং তার সমালোচনা।
পেরির মতে – দর্শন আকস্মিক নয় অলৌকিক নয় বরং অনিবার্য ও স্বাভাবিক।
কোঁতের মতে – দর্শন হল সকল বিজ্ঞানের বিজ্ঞান।
পলসনের মতে – দর্শন হল সকল বৈজ্ঞানিক জ্ঞানের সমষ্টি।
ফিক্ টের মতে – দর্শন হল জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান।
ব্রাডলের মতে – বস্তুর অভ্যাস নয় বস্তু স্বরূপের জ্ঞানী হলো দর্শন।
ওয়েবারের মতে – দর্শন হলো প্রকৃত বিষয়ে সামগ্রিক দৃষ্টি লাভের অনুসন্ধান, যা বস্তুর সঠিক ব্যাখ্যা দেওয়ার প্রচেষ্টা।
মারভিনের মতে – দর্শন হল সত্যের প্রতি অনুরাগ এমন এক জ্ঞানের পূর্ণ ভান্ডার সমস্ত সত্য যার অন্তর্ভুক্ত। যার মধ্যে সমস্ত সত্য এক মহান অখণ্ড তার মধ্যে সুবিন্যস্ত।
উপরোক্ত ১১ টি প্রখ্যাত দার্শনিকদের দর্শন সংজ্ঞা (Philosophy Definitions of 11 Famous Philosophers) থেকে অর্থাৎ দার্শনিকদের দ্বারা দর্শনের সংজ্ঞা গুলোকে বিশ্লেষণ করলে দেখা যাবে যে প্রত্যেকেই একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে দর্শনের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। তাই কোন একটি সংজ্ঞা দর্শনের ক্ষেত্রে পরিপূর্ণ রূপ দিতে পারেনি। আমরা উপরোক্ত সংজ্ঞাগুলি থেকে সঠিকভাবে দার্শনিকদের দেওয়া বিভিন্ন সংজ্ঞা গুলির মূল বক্তব্য গুলিকে গ্রহণ করে দর্শনের একটি সংজ্ঞা দিতে পারি – দর্শন হল সেই শাস্ত্র বা বিদ্যা যা সমগ্র জগৎ এবং জীবনের সঠিক, সুনিশ্চিত, সুশৃংখল ও সামঞ্জস্যপূর্ণ জ্ঞান দান করে।
উপসংহার
পরিশেষে বলা যায় জীবন ও জগৎ যেহেতু অনন্ত বৈচিত্র্যে ভরা এবং জ্ঞানের অন্বেষণ যখন অনন্ত অর্থাৎ যার কোন শেষ নেই, তখন দর্শনেরও কোনো বিশেষ পরিসীমা হতে পারে না। তাই সমস্ত কিছু আলোচনা করেও প্রশ্ন থেকেই যায় যে দর্শন কি (What is Philosophy)? বা দর্শন কাকে বলে? কারণ নির্দিষ্ট কোন সংজ্ঞা এক্ষেত্রে প্রযোজ্য হয়ে উঠতে অক্ষম।
তথ্যসূত্র (References)
- History of Western Philosophy: B. Russell
- History of Modern Philosophy: R. Falckenberg
- A History of Philosophy: F. Thilly
- A History of Modern Philosophy: W.K. Wright
- Internet Sources
প্রশ্ন – দর্শন কথাটির বুৎপত্তিগত অর্থ কি?
উত্তর – দর্শন কথাটির বুৎপত্তিগত অর্থ হল জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালোবাসা।দর্শন শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো Philosophy। এই Philosophy শব্দটি দুটি গ্রিক শব্দ ‘Philos’ এবং ‘Sophia’ থেকে উদ্ভুত।‘Philos’ শব্দের অর্থ হল অনুরাগ এবং ‘Sophia’ শব্দটির অর্থ জ্ঞান (Knowledge)।
প্রশ্ন – আধুনিক দর্শনের জনক কাকে বলা হয়?
উত্তর – পাশ্চাত্য দর্শনে রেনে দেকার্তকে আধুনিক দর্শনের জনক বলা হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে মানবতাবাদ | Discuss the Tagore Humanism
- মহাত্মা গান্ধীর অহিংস নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো | Features of Mahatma Gandhi’s Non-Violence Policy
- কান্টের নৈতিকতা ও শান্তির মধ্যে সম্পর্ক | Kant’s Relationship Between Morality and Peace
- ব্যাপ্তি কাকে বলে | ব্যাপ্তি কীভাবে প্রতিষ্ঠিত হয় | What is Vyapti
- দর্শনের স্বরূপ আলোচনা করো | The Nature of Philosophy