বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য কোথায় | Difference Between Contrary and Sub-Contrary Opposition

যুক্তিবিজ্ঞানের এক বিশেষ আলোচ্য বিষয় হল বচন। এই বচনের যে বিরোধিতা গুলি রয়েছে তাদের মধ্যে বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে যে পার্থক্য (Difference Between Contrary and Sub-Contrary Opposition) তা অন্যান্য বিরোধিতার তুলনায় বিরল।

বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য | Difference Between Contrary and Sub-Contrary Opposition

বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য (Difference Between Contrary and Sub-Contrary Opposition) করার আগে আমরা প্রথমে বিপরীত বিরোধিতা এবং পরে অধীন বিপরীত বিরোধিতার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং পরে এই দুইয়ের ভিত্তিতে আমরা তাদের পার্থক্য নির্ধারণ করব।

একই উদ্দেশ্য এবং বিধেয়যুক্ত দুটি সার্বিক বচনের মধ্যে যদি কেবল গুণের পার্থক্য থাকে তাহলে এই দুটি বচনের একটি কে অন্যটির বিপরীত বচন বলে। এবং তাদের মধ্যবর্তী যে সম্বন্ধ তাকে বিপরীত বিরোধীতার সম্বন্ধ বলা হয়। এই সম্বন্ধ একই উদ্দেশ্য এবং একই বিধেয় যুক্ত A বচন এবং E বচনের মধ্যে হয়ে থাকে।

বিপরীত বিরোধিতার যে আবশ্যিকতাগুলি থেকে থাকে সেগুলি হল –

i) বিপরীত বিরোধিতার ক্ষেত্রে দুটি বচন নিরপেক্ষ হবে।

ii) এই বিরোধিতায় বচন দুটির উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ অভিন্ন হবে।

iii) বিপরীত বিরোধিতায় বচন দুটিকে সার্বিক বচন হতে হবে।

iv) এই বিরোধীতার ক্ষেত্রে বচন দুটির গুণ অভিন্ন হবে অর্থাৎ একটি সদর্থক হলে অপরটি নঞর্থক হবে বা অথবা একটি নঞর্থক হলে অন্যটি সদর্থক হবে।

একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত দুটি বিশেষ বচনের মধ্যে যদি গুণের পার্থক্য থাকে তবে বচন দুটির পারস্পরিক সম্পর্ককে অধীন বিপরীত বিরোধিতা বলা হয়। এবং এই সম্বন্ধে যুক্ত বচন দুটি পরস্পরের অধীন বিপরীত। I এবং O বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ রয়েছে।

অধীন বিপরীত বিরোধিতা হতে গেলে যে ক্ষেত্রগুলি আবশ্যক সেগুলি হল –

i) অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধটি দুটি নিরপেক্ষ বচনের মধ্যে হয়ে থাকে।

ii) অধীন বিপরীত বিরোধিতার বচন দুটির উদ্দেশ্য পদ ও বিধেয় পদ এক এবং অভিন্ন হবে।

iii) এই বিরোধিতায় উভয় বচন বিশেষ বচন হবে।

iv) এই বিরোধিতার ক্ষেত্রে বচন দুটির গুণ ভিন্ন হবে। অর্থাৎ একটি সদর্থক হলে অন্যটি নঞর্থক হবে আবার একটি নঞর্থক হলে অন্যটি সদর্থক হবে।

বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য

উপরোক্ত দুটি বিরোধিতার পৃথক আলোচনার পর তাদের ভিন্ন বৈশিষ্ট্যগুলোকে সমন্বিত করে আমরা ওই দুই বিরোধিতার মধ্যে যে পার্থক্য রয়েছে তা আলোচনা করব। বিশেষত, অসম বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে যে পার্থক্য রয়েছে। কিংবা বিপরীত বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধীতার মধ্যে যে পার্থক্য বর্তমান, তাদের তুলনায় সামান্য পার্থক্য রয়েছে এই দুই বিরোধিতার মধ্যে।বরং বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে বেশ কিছু সাদৃশ্য ও বর্তমান রয়েছে।

বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে তেমন কোন পার্থক্য (Difference Between Contrary and Sub-Contrary Opposition) লক্ষ্য করা যায় না। তবে যে বিষয়ে পার্থক্য রয়েছে তা নিম্নরূপ –

ক) বিপরীত বিরোধিতার ক্ষেত্রে দুটি নিরপেক্ষ বচন থাকা আবশ্যক এবং দুটির উদ্দেশ্য পদ ও বিধেয় পদ অভিন্ন হওয়া প্রয়োজন। সাথে সাথে বচন দুটিকে সার্বিক বচন হতে হয়।

কিন্তু অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে সম্বন্ধ দুটি নিরপেক্ষ বচনের মধ্যে এবং বচন দুটির উদ্দেশ্য ও বিধেয় পদ অভিন্ন হওয়া সত্ত্বেও উভয় বচন দুটি বিশেষ বচন হয়।

অর্থাৎ বিপরীত বিরোধিতার ক্ষেত্রে সমজাতীয় দুটি সামান্য বচন থাকবে। কিন্তু অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে দুটি সমজাতীয় বিশেষ বচন থাকবে।

খ) বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধীতার মধ্যে গুণের পার্থক্য লক্ষ্য করা যায়।

গ) বিপরীত বিরোধিতার সম্বন্ধ A বচন এবং E বচনের মধ্যে হয়ে থাকে।কিন্তু অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ রয়েছে I বচন এবং O বচনের মধ্যে।

উপসংহার

বিপরীত বিরোধিতা এবং অধীন বিপরীত বিরোধিতার পার্থক্য (Difference Between Contrary and Sub-Contrary Opposition) করতে গিয়ে পরিশেষে এটাই বলা যায় যে, এই দুই বিরোধিতার মধ্যে পার্থক্য অতি সীমিত। উপরন্তু বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে সাদৃশ্য বেশি পরিমাণ আমাদের চোখে ধরা পড়ে।

আরোও পড়ুন – Click here

তথ্যসূত্র (References)

  •  A Critical History of Modern Philosophy: Y.H. Masih
  •  A History of Philosophy: F. Thilly
  •  A History of Modern Philosophy: W.K. Wright
  •  A Critical History of Western Philosophy: D.J. O’Connor
  • Internet Sources

প্রশ্ন – অধীন বিপরীত বিরোধিতায় বচন দুটি কিরূপ ?

উত্তর – অধীন বিপরীত বিরোধিতায় বচন দুটি হল বিশেষ বচন।

প্রশ্ন – এরিস্টটলের মতে বিরোধিতা কয় প্রকার ও কি কি ?

উত্তর – এরিস্টটলের মতে বিরোধিতা দু প্রকার – বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধে বিরোধিতা।

প্রশ্ন – বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে দুটি বচন কি একসঙ্গে মিথ্যে হয় ?

উত্তর – না, বিরুদ্ধে বিরোধিতার ক্ষেত্রে দুটি বচন একসঙ্গে মিথ্যা হয় না।

প্রশ্ন – বিরোধানুমানের উৎস হিসেবে কাকে স্বীকার করা হয় ?

উত্তর – বিরোধানুমানের উৎস হিসেবে বচনের বিরোধিতা কে স্বীকার করা হয়।

প্রশ্ন – বিপরীত বিরোধিতার অপর নাম কি ?

উত্তর – বিপরীত বিরোধিতার অপর নাম হল অতিবিষমতা।

Leave a Comment