দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশন 2025 | HS Philosophy Suggestion 2025

প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের জন্য অনেক শুভকামনা। আশাকরি তোমরা মন দিয়ে পড়াশোনা করছ, তাই নিশ্চিৎ ভালো পরীক্ষা হবে সবার। প্রশ্ন আসুক জানা ও উত্তর হোক যথাযথ। তোমাদের জন্য এই দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশন 2025। আশা করি এই HS Philosophy Suggestion 2025 তোমাদের কাজে লাগবে।

দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশন 2025 | HS Philosophy Suggestion 2025

উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার্থীদের আরও একবার জানাবো যে, তোমরা উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন ২০২৫ | HS Philosophy Suggestion 2025 টি মন দিয়ে পড়ো এবং কিছু কিছু প্রশ্নের ওপর ক্লিক করে তার উত্তরও পেতে পারো এবং তোমাদের পাঠ্য বই আরো ভালো করে পড়ো। এমনটা করলে আশা করি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল যথেষ্ট ভালো হবে।

Exam NameWest Bengal Council of Higher Secondary Education
Exam CodeWBCHSE
SubjectPhilosophy
Examination Date10 March, 2025(Monday)
Examination Time10:00 am to 01:15 pm (3 hours 15 minutes)

দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশন 2025 (HS Philosophy Suggestion 2025)

অবরোহ যুক্তিবিজ্ঞান

বচন

১) নিরপেক্ষ বচন বলতে কি বোঝ? নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য লেখ উদাহরণসহ।

২) গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ কর

৩) পদের ব্যাপ্যতা বলতে কী বোঝায়? চার প্রকার নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য উদাহরণ সহ উল্লেখ কর।

অথবা, নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা বলতে কি বোঝায়?

দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশন 2025 (HS Philosophy Suggestion 2025)

বচনের বিরোধিতা

১) বচনের বিরোধিতা বলতে কি বোঝ? বিরোধিতার শর্ত গুলি কি কি?

২) বিরুদ্ধ বিরোধীতা কাকে বলে? বিরুদ্ধ বিরোধিতা এবং বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখ।

৩) বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য

দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশন 2025 (HS Philosophy Suggestion 2025)

অমাধ্যম অনুমান

১) নিষেধমূলক আবর্তন কাকে বলে? এই আবর্তন কি বৈধ?

২) বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যাম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি লেখ।

৩) আবর্তন কাকে বলে? উদাহরণসহ আবর্তন এর নিয়মগুলি উল্লেখ কর

৩) বস্তুগত বিবর্তন বলতে কি বোঝো ? বস্তুগত বিবর্তন কে কি প্রকৃত বিবর্তন বলে চলে? আলোচনা করো।

৪) A বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? কোন ক্ষেত্রে A বচনের সরল আবর্তন সম্ভব? O বচনের আবর্তন সম্ভব নয় কেন?

দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশন 2025 (HS Philosophy Suggestion 2025)

নিরপেক্ষ ন্যায়

সংক্ষিপ্ত টীকা লেখ

১) অবৈধ সাধ্য দোষ

২) চারিপদ ঘটিত দোষ / চতুস্পদী দোষ

৩) অবৈধ পক্ষ দোষ

৪) নঞর্থক আশ্রয়বাক্য জনিত দোষ।

৫) নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপদ, পক্ষপদ ও হেতুপদের কাজ কি?

৬) নিরপেক্ষ ন্যায়ের সংস্থান।

৭) অব্যাপ্য হেতু দোষ

আরোহ যুক্তিবিজ্ঞান

মিলের পরীক্ষামূলক পদ্ধতি

১) মিলের অন্বয়ী ব্যতিরেকি পদ্ধতি উদাহরণসহ ব্যাখ্যা করো। [সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা (২টি), অসুবিধা (২টি) ]

২) মিলের অন্বয়ী পদ্ধতি লেখ। [সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা (২টি), অসুবিধা (২টি) ]

৩) মিলের সহ পরিবর্তন পদ্ধতি লেখ। [সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা (২টি), অসুবিধা (২টি) ]

দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশন 2025 (HS Philosophy Suggestion 2025)

আরোহমূলক দোষ

সংক্ষিপ্ত টীকা লেখ

১) অবৈধ সামান্যীকরণ দোষ।

২) কাকতালীয় দোষ।

৩) বহুকারনবাদ।

৪) মন্দ উপমা যুক্তি।

৫) অপর্যবেক্ষণ দোষ।

৬) সহকার্যকে কারন মনে করার দোষ।

দ্বাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান সাজেশন 2025 Click Here
উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025 Click Here

MCQ

প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এই প্রশ্নগুলো হুবহু একই রকম আসবে এমনটা নয়। বরং যেমন ধরনের প্রশ্ন আসতে পারে তার কিছু বিবরণ মাত্র। সর্বোপরি আরো ভালো করে পাঠ্য বই পড়ার জন্য বলব।

১) ভাষায় প্রকাশিত অনুমানের আকার কি বলা হয়?

উত্তরঃ- ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে যুক্তি বলা হয়।

২) যুক্তি হল ভাষায় প্রকাশিত ____________।

উত্তরঃ- অনুমান

৩) আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা __________ হয়

উত্তরঃ- সম্ভাব্য

৪) যুক্তি হল একটি___________।

উত্তরঃ- মানসিক প্রক্রিয়া

৫) বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে উক্তিটি?

উত্তরঃ- সত্য।

৬) বৈধতার প্রশ্নটি জড়িত থাকে কিসের সাথে?

উত্তরঃ- বৈধতার প্রশ্নটি জড়িত থাকে যুক্তির আকারের সাথে।

৭) যে যুক্তিতে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে?

উত্তরঃ- অবরোহ যুক্তি।

8) অবরোহ যুক্তিবিজ্ঞান হল একটি___________________।

উত্তরঃ- আকারনিষ্ট শাস্ত্র।

৯) অবৈধ যুক্তির হেতু বাক্য মিথ্যা হলে সিদ্ধান্তটি কি হবে?

উত্তরঃ- সত্য অথবা মিথ্যা হবে।

১০) যুক্তিবিজ্ঞানে ‘সুতরাং’ শব্দটি কি নির্দেশ করে?

উত্তরঃ- যুক্তিবিজ্ঞানে ‘সুতরাং’ শব্দটি সিদ্ধান্তকে নির্দেশ করে।

১১) যদি একটি অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি কি হবে?

উত্তরঃ- একটি অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হলে যুক্তিটি সম্ভাব্য হবে।

১২) বৈধতা বা অবৈধতার প্রশ্নটি কার সাথে যুক্ত?

উত্তরঃ- বৈধতা বা অবৈধতার প্রশ্নটি অবরোহ যুক্তির সাথে যুক্ত।

১৩) ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয়_______ ।

উত্তরঃ- যুক্তি।

১৪) যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে বলা হয়?

উত্তরঃ- সিদ্ধান্ত।

১৫) সামান্য নঞর্থক বচন হলো— 

উত্তরঃ- E বচন ।

১৬) নিরপেক্ষ বচনের চতুষ্প্রকার পরিকল্পনা কার ? 

উত্তরঃ- অ্যারিস্টটলের

১৭) ব্যাপ্যতা শব্দটি কার সঙ্গে জড়িত ? 

উত্তরঃ- পদের সঙ্গে

১৮) বচনের প্রতীকায়িত রূপকে বলে – 

উত্তরঃ- বচন আকার

দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশন 2025 (HS Philosophy Suggestion 2025)

SAQ

নিম্নে প্রশ্নগুলো হুবহু একই রকম আসবে এমনটা নয়। বরং যেমন ধরনের প্রশ্ন আসতে পারে তার কিছু বিবরণ মাত্র। পাঠ্য বই আরো ভালো করে পড়ার চেষ্টা করো।

প্রশ্নঃ- যুক্তির বস্তুগত সত্যতা বলতে কী বোঝো?

প্রশ্নঃ- যুক্তির আকার গত বৈধতা কি?

প্রশ্নঃ- একটি বৈধ অবরোহ যুক্তি উদাহরণ দাও।

প্রশ্নঃ- সত্যতা ও বৈধতার মধ্যে পার্থক্য কি?

প্রশ্নঃ- যুক্তির উপাদান বলতে কী বোঝো?

প্রশ্নঃ- অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য কি?

প্রশ্নঃ- সিদ্ধান্ত কাকে বলে?

প্রশ্নঃ- যুক্তির অবয়ব কাকে বলে?

প্রশ্নঃ- অবরোহ যুক্তির দুটি বৈশিষ্ট্য লেখ।

প্রশ্নঃ- একটি বৈধ অবরোহ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয়বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য।

প্রশ্নঃ- যুক্তির আকার কিসের উপর নির্ভরশীল?

প্রশ্নঃ- দু’টি সামান্য বচনের মধ্যে কোন বিরোধিতার সম্বন্ধ হয় ? 

প্রশ্নঃ- শূন্যগর্ভ শ্রেণি কাকে বলে ?

প্রশ্নঃ- A বচনের ভেনচিত্র কী ?

প্রশ্নঃ- কোন কোন বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ হয় ? 

প্রশ্নঃ- যুক্তি কাকে বলে?

প্রশ্নঃ- আরোহ যুক্তি কাকে বলে?

প্রশ্নঃ- বিপরীত বিরোধিতার একটি উদাহরণ দাও।

প্রশ্নঃ- একটি বৈধ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয়বাক্য মিথ্যা।

প্রশ্নঃ- একটি বৈধ যুক্তি উদাহরণ দাও যার আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত উভয়ই মিথ্যা।

প্রশ্নঃ- E বচনের ভেনচিত্র কী ? 

প্রশ্নঃ-

নীচের বাক্যগুলিকে যুক্তিবিদ্যাসম্মত বচনে রূপান্তরিত কর এবং কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য তা নির্নয় কর –

a) মানুষ কখনোই চিরস্থায়ী নয়।

b) খুব কম সংখ্যক ছাত্র মেধাবী।

c) কিছু কিছু ফল মিষ্টি।

d) সমস্ত কৃষক তীর্থযাত্রী।

e) কতিপয় লোক সৎ নয়।

f) একটি ছাড়া সব ধাতু দামি।

g) কদাচিৎ কবি সাহিত্যিক নয়।

h) হলুদ পাখি আছে । 

i) কেবলমাত্র কবিরাই আবেগপ্রবণ । 

j) সমস্ত কাক কালো নয় । 

k) খুব অল্প লোকই বুদ্ধিমান । 

l) অশিক্ষিত মানুষও বুদ্ধিমান । 

m) সংগীত কে না ভালোবাসে । 

n) সমস্ত কাক কালো।

আরোও পড়ুন – Click here

1 thought on “দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশন 2025 | HS Philosophy Suggestion 2025”

Leave a Comment